ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আট সাবেক মন্ত্রী-উপদেষ্টা ও কর্মকর্তাকে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৩:০১:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীর বিভিন্ন থানার বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

এ সব আসামীরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খ্যাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খান।

সোমবার (২৩ ডিসেম্বর) আদালতে আসামিদের উপস্থিত করে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইদ আহমেদ পলককে।  

মোহাম্মদ থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বায়ান্ন/এমএমএল/পিএইচ