গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই প্রদর্শনীতে ভিড় করেন নানা বয়সী মানুষ।
নদী ও তার পাড়ের মানুষের জীবন নিয়ে এই প্রদর্শনী আয়োজন করে ডেল্টা রিসার্চ ইনিশিয়েটিভ (ডিআরআই)। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ও নেদারল্যান্ড দূতাবাস।
প্রদর্শনীতে দেশের ৯৬ আলোকচিত্রীর ক্যামেরায় প্রাণ ও প্রকৃতিকে নিয়ে মানুষের যথেচ্ছ ব্যবহার ধরা পড়েছে।
দেখা যায় নদী পাড়ে কলকারখানার বর্জ্যে গলাটিপে ধরা নদীর জীবন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন নদীর আকাশ ঢেকে যাওয়া। আবারও কোথাও সুন্দরের প্রসারিত দুহাতে নদী অনন্যরূপে সাজিয়েছে এই বদ্বীপভূমিকে। আবার শীতের সকালে স্নিগ্ধ নদীর জলে কুয়াশার আস্তরণ ভেদ করে জীবিকার জন্য চলমান জীবনও ধরা পড়েছে ক্যামেরায়।
ডেল্টা রিসার্চ ইনিশিয়েটিভের গবেষক মো. সাকিবুল হক সাকি জানান, ‘নদীর জীবন ও জীববৈচিত্র্য নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই আয়োজন। প্রান্তিক নদীগুলোকে মানুষের সামনে নিয়ে আসার প্রচেষ্টাও রয়েছে। সাধারণত নদীর ছবি প্রদর্শনীতে পদ্মা, মেঘনার মতো বড় নদীগুলোকেই দেখা যায়। তবে এই প্রদর্শনীতে হরিপুর নদী, যাদুকাটা নদীর মতো আপাত অপরিচিত নদীগুলোকেও দেখানো হয়েছে লেন্সের ভেতরে।’
এর আগে এই প্রদর্শনীর দুইটি পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা ও রাজশাহীতে।
একে