ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন কর্তৃক নবীনগরে সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের ১৩১টি পূজা মন্ডপের মধ্যে সেরা দশ নির্বাচিত পূজা মন্ডপের আয়োজকদের শারদ সন্মাননা প্রদান করেন।
নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত এই সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্মকর্তাগন।সেরাদশ নির্বাচিত পূজা মন্ডপ গুলো হলো---১/নবীনগর পূর্ব ইউনিয়নের সোনাপাড়া কালী মন্দির,২/নবীনগর পৌরসভায় নবীনগর হরিসভা(সাহাপাড়া)মন্দির,৩/ভোলাচং মধ্যপাড়া হরিপদ ঋষি বাড়ি,৪/বিটঘর স্বর্গীয় হরিপদ চন্দ্র ঘোষের বাড়ি,৫/বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর কালী ও হরি মন্দির, ৬/রসুলাবাদ ভোলানাথ দের বাড়ি,৭/সাতমোড়া স্বর্গীয় ক্ষিতীশ ভট্টাচার্যের বাড়ি,৮/ সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল নকুল বণিকের বাড়ি,৯/বড়িকান্দি সত্যরঞ্জন সাহার বাড়ি ও ১০/ বড়াইল ইউনিয়নের গোসাইপুর যামিনী ডাক্তারের বাড়ি দুর্গাপূজা মণ্ডপ। এছাড়া সুন্দর, সুশৃংখল ও মনোরম পরিবেশে পূজা করায় শ্যামগ্রাম হিমাংশু সাহার বাড়ি পূজা মন্ডপকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।