ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

নাটোরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ শুভ উদ্বোধন

ফরহাদুজ্জামান, নাটোর | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নাটোর জেলার কলেজ সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে

এন এস সরকারী কলেজ সংলগ্ন জিয়াউর রহমান মিলনায়তনে নাটোর জেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। নাটোর জেলা ছাত্রদলের

সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম

জিসান, যুগ্ন সাধারন সম্পাদক হাসাইন নাহিয়ান সজীব,নাটোর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের সদস্য সচিব মীর হাবিব সহ বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

 

বায়ান্ন/এসএ