ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ ১০:৪৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের জালকুড়ির কড়ইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে প্রথমে ছোট আগুন দেখা যায়। এলাকাবাসী ওই আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করেন। তবে সহজে দাহ্য পদার্থের মজুত থাকায় স্থানীয়দের সেই পচেষ্টা তেমন কাজে আসেনি। ফলে আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। এরই মধ্যে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির চারটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

 

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সহজে দাহ্য মালামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথমিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।