ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

আমাকে দেশ নায়ক-রাষ্ট্র নায়ক বলবেন না, নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

রিয়াদ হাসান | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, তাকে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ না করতে। নিজের নামের সঙ্গে এমন বিশেষণ ব্যবহারের বিরোধিতা করে তিনি দলীয় কর্মীদের সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগের বিএনপির নেতাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, "আপনাদের নেতা হিসেবে আমি নির্দেশ দিচ্ছি, আজ থেকে কেউ যখন আমার নাম বলবেন, দয়া করে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক শব্দগুলো ব্যবহার করবেন না। এটি আমার ব্যক্তিগত অনুরোধ এবং নির্দেশ।"

এই বক্তব্যে তিনি নিজের প্রতি নেতাকর্মীদের সম্মান ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি মনে করিয়ে দেন যে, দলকে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্বের সঙ্গে সংযম এবং বাস্তবতাবোধের গুরুত্ব রয়েছে।

বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা আরও বলেন, "আমরা যারা রাজনীতি করি, আমাদের কাজ হলো জনগণের জন্য নিবেদিত থাকা। বিশেষণ বা উপাধির পেছনে না ছুটে আমাদের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করা।"

এদিন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। কর্মশালায় দলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনীতির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তারেক রহমানের এই বক্তব্য ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। নেতাকর্মীরা একে দলের প্রতি তার বিনয় এবং দায়িত্বশীলতার পরিচয় বলে অভিহিত করেছেন।

বায়ান্ন/একে