ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

অবৈধভাবে ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র আটক

মারুফ কবীর, যশোর | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৭:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে এ ধরনের তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ৩টার দিকে সীমান্তবর্তী বেতনানদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি, গাজীপুর সিটি করপোরেশনের ৪৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, তিনি শার্শা উপজেলার স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চুক্তি করে সীমান্তে এসেছিলেন। 

আটক আসাদুর রহমান কিরনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

বায়ান্ন/প্রতিনিধি/একে