ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসক-নার্সদের মানববন্ধন, সেবা কার্যক্রম ব্যাহত

মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৮:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স, কর্মকর্তা ও কর্মচারিরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, হাসপাতাল দখলে একটিচক্র বিভিন্ন ধরণের ষড়যন্ত্র শুরু করেছে। যা হাসপাতালের সেবা দানের পরিবেশকে বিনষ্ট করছে। ষড়যন্ত্র না করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক। এতে হাসপাতালের সেবা দানের পরিবেশেও প্রভাব পড়বে না। 

বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, করোনাকালে যখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছিলো না, তখন এই পরিচালনা পরিষদেই সাহসী ভূমিকা রেখেছে, তারা সব কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করেছে। হাসপাতালকে এই মহিরুহ করার পেছনে এই পরিচালনা পরিষদের অবদান আমরা বুলতে পারি না। তাই আমাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেব না। 

এ সময় মা ও শিশু হাসপাতালে কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ চৌধুরী আরজু, গাইনি এ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, সার্জারী বিভাগ সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, কার্ডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, চমেক হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, মা ও শিশু হাসপাতালে মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে