ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ খালেদা জিয়ার মুক্তির দাবীতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০২:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

তৈল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, গুম, খুন, নির্যাতন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সহ সারাদেশের নেতাকর্মীদের নামে  ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও গাইবান্ধা সদর থানা বিএনপি'র আয়োজনে মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী শহরের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সদর থানা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মাহামুদুন নবী টিটুল।

 

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ,জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম ফকু।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু,মনজুর মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম রঞ্জু।

সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোরশেদ হাবিব সোহেল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সদর থানা বিএনপির সদস্য সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ইলিয়াছ হোসেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের সাধারন সম্পাদক হুন্নান হক্কানী, এছাড়াও শামীম আহমেদ পলাশ সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শোয়েব হক্কানী। বিক্ষোভ সমাবেশ চলাকালে রাস্তাটি এক ঘন্টা বন্ধ থাকে।

 

বক্তারা- তৈল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, লোডশেডিং, গুম, খুন, নির্যাতন, বন্ধ, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সহ সারাদেশের নেতাকর্মীদের নামে  ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।