"নিরাপদ চিকিৎসা চাই" মাদারীপুর জেলা শাখার ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদের কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর শহরের ভূইয়া কমিউনিটি সেন্টারে বিশেষ সভায় সর্বসম্মত্তিক্রমে "নিরাপদ চিকিৎসা চাই" এ পরিষদ গঠিত হয়।
পরিষদে এনায়েত হোসেন নান্নু, শাহাদাৎ হোসেন লিটন ও আমিরজ্জামান আমির বাবু মুন্সীকে সর্বসম্মত্তিক্রমে উপদেষ্টা হিসাবে ঘোষনা করা হয়।
"নিরাপদ চিকিৎসা চাই" মাদারীপুর জেলা শাখার নব গঠিত কার্যকরী পরিষদ সভাপতি এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি- মাইনুল ইসলাম নিষাদ ভূইয়া, সহ-সভাপতি- আয়সা সিদ্দিকা আকাশী, সহ-সভাপতি এস এম আরাফাত হাসান, সহ-সভাপতি -আরিফুল ইসলাম সুমন, সহ-সভাপতি-শরিফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক-মোঃ বায়জীদ মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক- কাজী সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক-খসরুজ্জামান অর্থ বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট বদরুন নাহার কলি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইসাহাক, সাংগঠনিক সম্পাদক- মোঃ রাহাদ তালুকদার (সোহান), সহ-সাংগঠনিক সম্পাদক-মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক-রিয়াজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক- আবু তালেব, প্রচার সম্পাদক-রুবেল তালকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-শফিউল বাসার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- শামিমা ইতি, আইন বিষয়ক সম্পাদক এ্য্যাডভোকেট ইমদাদুল হক মিলন, সহ-আইন বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, নির্বাহী সদস্য -হযরত আলী, নির্বাহী সদস্য-জুবায়ের হোসেন জাহিদ, নির্বাহী সদস্য- সোহাগ হাসান, নির্বাহী সদস্য- মীর ফেরদাউস ( কালকিনি উপজেলা প্রতিনিধি) ও নির্বাহী সদস্য -এ্যাড. নাজমুল হক বাবু (শিবচর উপজেলা প্রতিনিধি)।
সভায় আগামীতে "নিরাপদ চিকিৎসা চাই" মাদারীপুর জেলা শাখার কালকিনি ও শিবচর উপজেলা শাখা গঠন করার সিধান্ত গ্রহন করা হয়। সেইসঙ্গে ২৫০ বেড মাদারীপুর এর সরকারী হাসপাতালের পরিপূর্ণ চিকিৎসা সেবার দাবীতে পদক্ষেপ গ্রহন করা হবে জানান তারা।