ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

নৌকায় ভোট দিতে লন্ডন থেকে সৈয়দপুরে ছাদেক

জুবের আহমদ, ওসমানীনগর : | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

নৌকায় ভোট দেয়ার জন্যে লন্ডন থেকে সিলেটের ওসমানীনগর থানার সৈয়দপুর এসেছেন সৈয়দ ছাদেক আহমদ। এই গ্রাম তাঁর জন্মভূমি। শুধু ভোট নয় নৌকা প্রতীক বিজয়ী করতে গণসংযোগও শুরু করেছেন তিনি। নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের এই নেতা দেশের মাটিতে পা রেখেই ভোটারদের ঘরে ঘরে ছুটে যাচ্ছেন। যুক্তরাজ্যের ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ নৌকার প্রার্থীকে বিজয়ী করে ফিরে যাবেন লন্ডনে। 

 

ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেদ আহমদ ভিপি মুছার পক্ষে একটি প্রবাসী টিম দেশে এসে নির্বাচনী মাঠে নেমেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সৈয়দ ছাদেক আহমদ। 

 

নৌকার জন্যে লন্ডন থেকে দেশের মাটিতে ছুটে আসা প্রসঙ্গে সৈয়দ ছাদেক আহমদ বলেন, নৌকার প্রার্থী ভিপি মুছাও প্রবাসী। সাদিপুর ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই পরিকল্পনা বাস্তবায়নে প্রবাসীরা কাজ করবেন প্রবাসী ভিপি মুছাকে বিজয়ী করে। 

 

ছাদেক আহমদ বলছিলেন, সাদিপুর ইউনিয়নের বিশাল এক জনগোষ্ঠী বসবাস করেন লন্ডন, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে। তারপরও এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে আছেন শিক্ষা ও অর্থনৈকিতভাবে। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্যে আমরা প্রবাসীরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান প্রভৃতি নিয়ে কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাদিপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই। এই জন্য প্রয়োজন আমাদের একজন প্রতিনিধি। আর তিনি হলেন সাহেদ আহমদ ভিপি মুছা। 

 

সৈয়দ ছাদেক বলেন, ভিপি মুছা চেয়ারম্যান নির্বাচিত হলে আমরা প্রবাসীদের কাজের ক্ষেত্র অনেক শক্তিশালী ও মসৃণ হবে। এই অবস্থায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন ‘আপনারা আমাদের ভিপি মুছাকে চেয়ারম্যান নির্বাচিত করুন। আমরা এই সাদিপুর ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তুলব।‘