নড়াইলের লোহাগড়ায় ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকল অংশীজনদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খ: মহিদ উদ্দিন বিপিএম (বার)।
তিনি বলেন, ‘নড়াইলের সাহাপাড়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পদের চেয়ে আমাদের বিশ্বাস ও অনুভূতিতে বেশি আঘাত হেনেছে। সেই ক্ষত পূরণ করা খুব কঠিন। আবার কেউ যদি নবীজীকে (সাঃ) আঘাত করে থাকে। সেটিও যারা মুসলিম, তারা নিজের চেয়েও নবীজিকে ভালবাসেন। কাজেই এ জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে।
ডিআইজি মহিদ উদ্দিন আরো বলেন, চিত্রা, মধুমতি, নবগঙ্গা বিধৌত নড়াইল অসাম্প্রদায়িক জেলা। কেউ সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা, কটূক্তি বা মন্তব্য করেন, তাহলে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। আবেগের বশঃবর্তী হয়ে অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানলে তার জন্য দেশে প্রচলিত আইন আছে। আইন অবমাননাকারীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, লক্ষীপাশা কওমি মাদরাসার অধ্যক্ষ মিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু ও শিক্ষক দিলীপ কুমার সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ও পেশাজীবীরা।
মতবিনিময় শেষে ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন দিঘলিয়ার সাহাপাড়ায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন। তাদের সাথে কথা বলেন।
ডিআইজি মহিদ উদ্দিন বলেন, আমাদের প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সকল ধর্মের প্রতি সম্মান দেয়ার কথা বলেছেন। অপর ধর্মের প্রতি আঘাত হানা থেকে বিরত থাকার কথাও বলেছেন। তাই প্রত্যেক ধর্মের প্রতি সকলের সম্মান করা উচিত।