ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৫:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদক বিরোধী সচেতনতার সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মাদকদ্রব্য সুরক্ষা সেবা বিভাগের মহা পরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান।

এসময় রংপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল আলমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক নেতাকর্মী বক্তব্য রাখেন। 

বক্তারা যুব সমাজকে মাদক সেবন ও বিক্রি থেকে কিভাবে বিরোধ রাখা যায় সে বিষয় সকলের বিষদ মতামত প্রকাশ করেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে