বেনাপোল থেকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
জানা গেছে, দীর্ঘদিন অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুরে ওই ট্রেনটি বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটি প্রথমদিনে বেনাপোল স্টেশন থেকে ৩৫০ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এছাড়া এ ট্রেনটিতে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবেন।
বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার জাকির হোসেন বলেন, বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে আগের থেকে অনেক সময় কম লাগবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।