গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড এর শ্রমিকদের মাঝে অসন্তুষ্ট দেখা দিয়েছে। এ কারখানাটিতে সাড়ে ৫ হাজার কর্মচারী কর্মরত রয়েছে এবং শ্রমিকদের সর্বনিম্ন ৫ মাসের বেতন বকেয়া রয়েছে বলে জানা যায়। এ বকেয়া বেতনের দাবিতে ৪ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে। কারখানাটিতে গ্যাসের বিল বকেয়া থাকায় গত ২ মাস আগে আগস্টের শেষের দিকে দিবে ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন না পেয়ে কারখানা শ্রমিকরা রাজেন্দ্রপুর এলাকায় কারখানার সামনে শনিবার সকাল আটটা থেকে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। এদিন সকাল সাড়ে ৯ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কারখানা শ্রমিকদের সামনে থেকে মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয় শ্রমিকদের। পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল স্থগিত ঘোষণা করে চলে যায়। তবে বকেয়া বেতন পাওয়া শ্রমিকরা সাংবাদিকদের জানায়, তাদের পাওনা বকেয়া বেতন যদি সময় মতো পরিশোধ করা না হয় এবং তাদের অন্যান্য দাবি গুলো যদি সময় মতো আদায় করা না হয়, তাহলে তারা নতুন কর্মসূচীর সময় নির্ধারণ করে বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে বলে জানায়।