ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

পাবিপ্রবিতে ঝিনাইদহের সুকান্ত কুমারের পিএইসডি কনভার্সন প্রোগাম

বসির আহাম্মেদ, ঝিনাইদহ | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ১২:০৯:০০ অপরাহ্ন | শিক্ষা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃর্তি সন্তান সুকান্ত কুমারের এমফিল কোর্স থেকে পিএইসডিতে কনভার্সন প্রোগাম পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে শনিবার (১৮ জানুয়ারি) ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে “জব স্ট্রেস এন্ড জব সেটিসফেকশন অব প্রাইমারি স্কুলটিচার্স: এন এম্পেরিক্যাল স্টাডি” বিষয়ক গবেষণা পেপারটির সুপারভাইজার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার এবং কো-সুপারভাইজার ছিলেন পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রহমান। বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগি অধ্যাপক, গবেষক ও ব্যবসায় প্রশাসনসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের পরিচালক অধ্যাপক ড. শামিম রেজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ অন্যান্যেরা আলোচনায় অংশ নেন।

আলোচকরা বলেন, যখন দেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের বেতন-ভাতা, ছুটি, পদোন্নতি, বদলি, সামাজিক মর্যাদা ইত্যাদি নিয়ে মানসিক কষ্টে দিনাতিপাৎ করছেন, ঠিক সে মুহুর্তে সুকান্ত কুমারের গবেষণাপত্রটি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়ন এবং ভবিষ্যৎ নাগরিক শিশু শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে এবং নিবিড় পরিচর্যার ভেতর দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তুলতে যথেষ্ট সহায়ক হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ