ঢাকা, শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনা ও করনীয় নিয়ে রাঙ্গামাটিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি ঃ | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ১১:৫৮:০০ পূর্বাহ্ন | জাতীয়
 
 
 
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার সকাল ১১ টায় সিএইচটি ট্যুরিজম এন্ড কালচার রিসার্চ সেন্টারের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
 
সিএইচটি ট্যুরিজম এন্ড কালচার রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার কৃষ্ণ কুমার সরকার, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া,রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক প্রমূখ।
 
সেমিনারে বক্তারা বলেন,বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়নসহ যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।
 
পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।
 
সেমিনারে গণমাধ্যম কর্মী, পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।