পিরোজপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন পিরোজপুরের সম্মানিত জেলাপ্রশাসক মো.জাহেদুর রহমান।
এসময় জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। কার্বন ডাই-অক্সাইড বাড়লে আমরা কেউ বাঁচতে পারব না। গাছ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের সুজলা-সুফলা দেশ নানান বৃক্ষে সাজানো। এটি মহান সৃষ্টিকর্তার অবদান। এই অবদানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে মানসম্মত বসবাসযোগ্য সুন্দর একটি দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হয়। ছাত্রদের এই অবদান আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কমকর্তা জিএম রফিক আহমেদ, পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা নির্মল কুমার দত্ত প্রমুখ। পরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।