ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১

প্রীতি ভলিবল টুর্নামেন্টে নীলফামারীকে ২-০ সেটে হারিছে সৈয়দপুর দল

আব্দুর রশিদ শাহ,নীলফামারী | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 রবিবার বিকেলে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে এক দিনের মাদক বিরোধী প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পরস্পর প্রতিদ্বন্দিতা করেন নীলফামারী একাদশ বনাম সৈয়দপুর একাদশ। খেলায় নীলফামারী দল ২-০ সেটে সৈয়দপুরের কাছে হেরে যায়। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক উমর ফারুকের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

পুর¯কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন,  নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

 এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম, সৈয়দপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক  আশরাফুল হক,হিসাব রক্ষক মনোয়ার হোসেন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুুল মোমিন প্রমুখ। এ সময় সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।