ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছে আন্দোলন করছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচল করা যাত্রীরা।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা, ভ্যান নিয়ে হাজির হতে থাকেন তারা।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রুট পারমিট দিতে হবে।
প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।
ব্যাটারিচালিত রিকশাচালক শফিকুল ইসলাম শামীম বলেন, আমরা গরিব মানুষ। সংসার চালানোর একমাত্র অবলম্বন এ রিকশা। হঠাৎ রিকশা বন্ধ করে দেওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। সরকার আমাদের দিক বিবেচনা করে দ্রুত ব্যাটারিচালিত রিকশার রুট পারমিট দেবেন বলে প্রত্যাশা করছি।
প্রেস ক্লাবের সামনে দেখা গেছে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে নানা রকম গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।
একই দাবিতে আজ সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, হঠাৎ করে সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বায়ান্ন/একে