ফুলবাড়িয়া টু ময়মনসিংহ সড়কের দশমাইল বাজার নামক স্থানে রাজপথ অবরোধ করে।রবিবার(১২ নভেম্বর)সকালে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক ২ দিনের অবরোধের সমর্থনে মোহাম্মদ আবদুল করিম সরকারের নির্দেশনায় অবরোধ ও বিক্ষোভ করেন।এ-সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,কৃষক দলের নেতা শিখন মীর,যুবদলের নেতা সবুজ তালুকদার, এনামুল হক সজল,স্বেচ্ছাসেবক দলের বুলবুল খলিফা,আউয়াল বাশার,আজিজুর রহমান আজিজ প্রমুখ।