রোববার বিডিআর কল্যান পরিষদ নেত্রকোণার উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ২০০৯ সালে ক্ষতিগ্রস্ত বিডিআরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় নিরাপরাধ ক্ষতিগ্রস্ত বিডিআর তাদের পরিবার বর্গ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিডিআর কল্যান পরিষদ নেত্রকোণা জেলা শাখার নেতাকর্মীরা ৩ দফা দাবি নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন।
৩ দফা দাবি সমূহ
১) পিলখানায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা এবং যারা সাজার মেয়াদ শেষ করে খালাস পেয়েছেন, তাদের মুক্তি প্রদান করা।
২) আটারোটি বিশেষ আদালতের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনরায় চাকরিতে যোগদান এবং তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান।
৩) তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ২(এ) ধারা বাতিল করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের নেত্রকোণা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলি আকবর, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহবায়ক আবুল হাসনাত জনি, বিডিআরের সদস্য মো. শাহজাহান, কবির আহমেদ, সুমন খান, এনামুল হক টিটু, এবং তাদের পরিবারবর্গসহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন শেষে, এক র্যালির মাধ্যমে তারা নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হন।
বায়ান্ন/প্রতিনিধি/একে