ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারনসহ ৯ দফা দাবিতে মানববন্ধন

নিনা আফরিন, পটুয়াখালী | প্রকাশের সময় : রবিবার ১২ জানুয়ারী ২০২৫ ০৫:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থরা।

রোববার বেলা ১২টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম নাঈম ও বিলকিস বেগম’সহ আরও অনেকে।

দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি’সহ আরও কঠোর কর্মসূচি পালনের বলে হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার একর জমির উপর নির্মান করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ভূমি অধিগ্রহনের সময় ক্ষতিগ্রস্থদের বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে এসব কর্মসূচি পালন করে আসছেন। 

তারা বলেন, এ ধরনের মানববন্ধন/প্রতিবাদ আমরা আরও করেছি। কিন্তু এবিষয়ে এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি। তাই সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধানের আহব্বান জানাচ্ছি। 

বায়ান্ন/প্রতিনিধি/একে