ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ফুলবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মো. হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৩:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ফুলবাড়িয়ায় শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।‌শনিবার (৪ নভেম্বর) সকালে ‘সমবায়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এপ্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসেরসূচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সেলিনা আক্তার। পরে সেখান
থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার এর
সভাপতিত্বে পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিএডঃ মোসলেম উদ্দিন এমপি, উপজেলা আওয়ামী লীগের সহ
সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,উপজেলা আ:লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু প্রমুখ।