ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বগুড়ার শিবগঞ্জে কৃষকের বিকৃত লাশ উদ্ধার!

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৩:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার শিবগঞ্জে ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার আটমুল ইউনিয়নের গোরনা, দোপাড়া, বাদলাদিঘী ও কুড়াহার গ্রামের মধ্যবর্তী কাঠবাসনা মাঠের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জাহিদুল ইসলাম শিবগঞ্জের কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

বুধবার সকালে ঐ পাথারে ধান কাটতে যাওয়া কৃষকেরা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়া। লাশে পচন ধরায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা না গেলে পুলিশ আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে।

নিহতের বড় ভাই ইব্রাহিম জানায়, গত চার দিন হলো জাহিদুল নিখোঁজ ছিলো। 

জাহিদুলের ছোট ভাই এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, গত শনিবার সকালে ধান কাটতে মাঠে যান তার ভাই জাহিদুল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সে।

বিষয়টি নিশ্চত করে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ধানখেতে এ লাশ পরে ছিলো। লাশে পচন ধরায় আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্নি দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।