বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সান্তাহার পৌরসভা রাস্তায় পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দুরে লাকী এন্টারপ্রাইজ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের ছাউনির টিন কেটে ভিতরে প্রবেশ করে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
লাকী এন্টারপ্রাইজের দোকানের মালিক হেলাল উদ্দিন জানান, সান্তাহার পৌরসভা সড়কের পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দুরে তার লাকী এন্টারপ্রাইজ নামের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার তার লাকী এন্টাপ্রাইজ নামের দোকানে সারাদিন বেচাকেনা করার পর রাত ৮টায় দোনার বন্ধ করে বাসায় যান। শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায়ের সময় জানতে পারেন তার দোকান ঘর চুরি হয়েছে। এসে দেখেন দোকান ঘরের ছাউনির টিন কেটে চোরেরা ঘরে প্রবেশ করে ক্যাশ থেকে ৬ হাজার টাকা, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, মোবাইল ফোনের এমবি কার্ড, মিনিট কার্ডসহ দুই লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন সামগ্রি চুরি যায়। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার চুরি বিষয় নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।