ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ৩ অক্টোবর ২০২২ ০৫:৪৪:০০ অপরাহ্ন | জাতীয়

 দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। সোমবার (৩ অক্টোবর) মন্ডপে মন্ডপে চলছে পূজা অর্চনা। বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। বগুড়ার গণ্ডগ্রামে রামকৃষ্ণ মিশন আশ্রমে দেবীরুপে নয় বছরের শুভশ্রী দাসকে মন্ডপে বসিয়ে পুজা করা হয়। শুভশ্রী ওই এলাকার জিমি কুমার দাস ও স্বরসতী সাহার মেয়ে।

পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন উৎসব আমেজ বিরাজ করছে। 

মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মন্ডপে মন্ডপে ত্রিণয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পরাম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহীত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মন্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজনও। সারা দেশের মতো বগুড়ার পূজামন্ডপগুলোও এ দিন ঢাক-ঘণ্টার বাদ্য-বাজনা আর ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে।