ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় বাসের চাপায় হত ১, বিক্ষুদ্ধ লোকজনের বাসে আগুন. চালকসহ বাস আটক

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ০২:১৭:০০ অপরাহ্ন | জাতীয়

 

 বগুড়ায় মঙ্গলবার সকালে বগুড়া-রংপুর সড়কে বাসের চাপায় বাদশা মিয়(৬৫) নামে এক নার্সারী মালিক নিহত হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে হাইওেেয় পুলিশ চালকসহ বাসটি আটক করে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস বগুড়া সদরের গোকুেলর মহাস্থান হলবন্দর এলাকায় সেখানকার নার্সারী মালিক বাদশা মিয়াকে চাপা দেয়। এতে ঘটনান্থলেই তিনি মারা যান। ঘটনার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে স্থানীয় লোকজন বিক্ষুদ্দ ও উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর কিছু পরেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে হাইওয়ে বগুড়া’র পুলিশ সুপার হাবিবুর রহমানসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং এর চালককে আটক করা হয়েছে। আগুনে বাসের সিটসহ বেশ কিছু অংশ পুড়ে যায়।