বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাতে বগুড়ার মহাস্থানে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া একই দিন বুধবার সকালে অবরোধকারীরা একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দেয় এবং পেট্রোল বোমা বিস্ফোরন ঘটায়। এছাড়া দ্বিতীয় বাইপাস সড়কে জামায়াত লাঠি সোটা নিয়ে অবরোধ করার চেস্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া হয়। তবে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। আওয়ামী লীগ অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করেছে। শহর এলাকায় জীবনযাত্রা ও যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।
সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে জামায়াত লাঠি সোটা নিয়ে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া হয়। এসময় পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা পৌনে ১১ টার দিকে প্রথম বাইপাস সড়কের বারপুর এলাকায় অবরোধ সর্মথকরা হঠাৎ করে একটি সিএনজি চালিত অটোরিক্সায় ককটেল ও পেট্রোল বোমা দিয়ে হামলা চালায়। এতে অটোরিক্সাতে আগুন ধরে যায়। পুলিশ দ্রুত গিয়ে আগুন নেভায়। অপর দিকে বনানীর লিচুতলা এলাকায় বিএনপি বিক্ষোভ করে। আওয়ামী লীগ বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি ও বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী এলাকায় সমাবেশ করে।
এছাড়া রাতে বগুড়ার মহাস্থান এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। পওে ফায়ার সাভিসের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে।