ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বন্যহাতি হত্যার প্রতিবাদ পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত

পাবনা প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৬:৩৩:০০ অপরাহ্ন | গণমাধ্যম

এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ৫টি বন্যহাতি হত্যার প্রতিবাদ ও বন্য পশুপাখি সংরক্ষণে বনবিভাগের দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নেয়ার দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বন্যপ্রানী বিষয়ক সংগঠন ন্যাচার এন্ড ওয়াইল্ডলাইফ কনসারভেশন কমিউনিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পাবনা সড়ক প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন
ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনসারভশেন কমউিনটিরি সভাপতি এহসান আলী বশ্বিাস, সহ-সভাপতি সুপ্রতাপ চাকি, সাংগঠনকি সম্পাদক হাসান মাহমুদ, সদস্য জুবায়রে হাসান, খান আনোয়ার, আনিকা তাসনমি, আফিদ্রা র্বষা, ভয়জে ফর ভয়জেলসে এর শাহারয়িার রাতিন, তারন্যরে অগ্রযাত্রার সভাপতি জুবায়রে খান, পাবনা ক্যামরো র্জানালষ্টি এ্যাসোসয়িশেনরে মাসুদ রানা, জুয়লে আসফি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হাতি হত্যার ঘটনায় উদ্বগে প্রকাশ করে বলনে, দেশেরে বভিন্নি স্থানে গত এক সপ্তাহে পাঁচটি হাতরি মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। হাতির এমন একরে পর এক অস্বাভাবকি মৃত্যুর ঘটনা বিস্মিত হবার মত। দেশে এশীয় প্রজাতরি এই হাতিকে বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইউসএিন ‘মহা-বিপন্নের তালিকায় অন্তভুক্ত করলেও প্রাণীকে রক্ষায় প্রশাসনের সামান্য নজরদারি নেই।