ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১

বাউফলে এসপিসিপিডি প্রকল্পের পরামর্শ কর্মশালা অনু‌ষ্ঠিত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:২২:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 
 
পটুয়াখালীর বাউফলে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘'কোভিড প্রেক্ষাপ‌টে বাল‌্যবিবাহ ও মাতৃমৃত‌্যু প্রতি‌রোধ’' বিষ‌য়ক পরামর্শ কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 
র‌বিবার (১২ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাংলা‌দেশ জাতীয় সংস‌দ স‌চিবালয় ও ইউএনএফ‌পিএ আ‌য়োজনে অনুষ্ঠা‌নে সরকারি প্রতিষ্ঠান ক‌মি‌টির সভাপ‌তি, ‘মাতৃস্বাস্থ‌্য উন্নয়ন, নিরাপদ প্রসব নি‌শ্চিতকরণ ও পরিবার প‌রিকল্পনা’ সাব-ক‌মি‌টি বিএ‌পি‌পি‌ডির আহ্বায়ক আসম ফি‌রোজ এম‌পি'র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শি‌রীন শার‌মিন ‌চৌধুরী (এম‌পি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপ‌স্থিত থে‌কে অনুষ্ঠা‌নের শুভ উ‌দ্বোধন ক‌রেন। 
 
অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হো‌সেন, উপ‌জেলা নির্বাহী অফিসার মো. আল আ‌মিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, উপ‌জেলা প‌রিষ‌দ চেয়াম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আবদুল মোতা‌লেব হাওলাদার, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান মোশা‌রেফ হো‌সেন খান,  স্থানীয় সুধীবৃন্দ, সাংবাদকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।
এ‌তে বক্তারা বাল‌্যবিবাহ রো‌ধে শিক্ষার উপর গুরুত্বা‌রোপ ক‌রেন। বাল‌্য বিবাহ রোধ করতে পার‌লে মাতৃমৃত‌্যুর হার ক‌মে আস‌বে ব‌লে বক্তারা জানান।