পটুয়াখালীর বাউফলে ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মদনপুরা
ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. তাওফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মল্লিক, প্রকল্প মনিটারিং অফিসার কৃষিবিদ রথীন্দ্রনাথ
বিশ্বাস, নুরাইনপুর কলেজের প্রভাষক মো. আল-আমিন প্রমূখ।
বাউফল উপজেলায় সূর্যমুখী ফুলের আবাদ ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমদানি নির্ভরতা কমাতে ও সয়াবিন তেলের বিকল্প হিসাবে সূর্যমুখী তেলের ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদের বিনা মূল্যে বীজ ও সারসহ নানা ধরনের সহায়তা করছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।