ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বালিয়াডাঙ্গী জাতীয় ভোটার দিবস পালিত

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ ০২:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’-এই স্লোগানকে সামনে রেখে পঞ্চমবারের মত জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলায় সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরার সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা দলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা নির্বাচন কমিশনের অফিস সহকারী বাবলুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ও স্থানীয় সচেতন ভোটারগন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির লক্ষ্য।


উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ১ লক্ষ ৫৮ হাজার ২৯৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষের ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৭৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৬ হাজার ৯১৬ জন। যদি ২০২৩ সালে কোন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এ তালিকা বহাল থাকবে। যদি ২০২৪ সালে ভোট হয় তাহলে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে।