ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা নিয়ে ঘিওরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:১৬:০০ অপরাহ্ন | রাজনীতি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা ও হিজুলিয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির যুবদল বিষয়ক সম্পাদক আশরাফুদ্দৌল্লাহ মুরাদ এবং সঞ্চালনা করেন ঘিওর কলেজের জিএস ও ঢাকা উত্তর কৃষকদলের তেঁজগা থানার আহ্বায়ক মো. সেলিম মিঞা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে ড. বাবলু বলেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। ন্যায়বিচার নিশ্চিতকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। বিএনপির ৩১ দফায় কৃষি ও শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের কৃষকরা অবহেলিত, অথচ তারাই অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পাশাপাশি কৃষি শিক্ষার প্রসার ঘটিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির অন্যতম লক্ষ্য’।

তিনি ৩১ দফার কৃষি ও কৃষি শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা নিশ্চিত করা হবে। স্বল্পসুদে ও জামানতবিহীন কৃষিঋণ চালু করা হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচ সুবিধা সহজলভ্য করা হবে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও অন্যান্য কৃষিপণ্য সংগ্রহ করবে। প্রত্যেক উপজেলায় কৃষকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি করা হবে।

বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই নেই উল্লেখ করে ড. বাবলু আরো বলেন, রণাঙ্গনের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, সৎ ও ভিশনারী কারিশমাটিক লিডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ভদ্র মানুষদের দল। এ দলের নাম করে যারাই অপকর্ম করবে তারা কখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন সংগ্রামী দেশনেত্রী, গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শ ধারণ করতে পারে না। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে প্রতিহত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। মনে রাখতে হবে হাজারো ছাত্র-জনতা আর অসংখ্য নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা গুটিকয়েক সুযোগ সন্ধানী অপরাধীদের কারণে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ঘিওর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শাহজাহান মজনু, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারেজ মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মিরান মেম্বার, বড়টিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামীম রেজা, বড়টিয়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জয়নাল মোল্লা, বড়টিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের টিপু প্রমূখ।

বক্তারা বলেন, ‘৩১ দফা বাস্তবায়নই পারে দেশের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। বিএনপির এই রূপরেখা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে এবং জনগণের জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করবে।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা একযোগে এই ৩১ দফার প্রচার চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দলীয় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

বায়ান্ন/একে