ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে- সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু

মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ ০৯:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

দেশব্যাপী বিএনপি, জামাতের অবৈধ অবরোধ কর্মসূচি বিরুদ্ধে জাসদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার(৯ নভেম্বর)বিকেলে বঙ্গবন্ধু চত্বরে এই প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি সাইদুল ইসলাম বিএসসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আজারুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। 

 

এসময় বক্তব্য রাখেন, পৌর জাসদের সভাপতি আহসান হাবিব বাবলু,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল মাষ্টার, জাসদ নেতা আইয়ুব আলী সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল রহিম,মেসের আলী ফকির,ডাঃ আব্দুল কাদের, ফজলুল হক মাষ্টার,ডাঃ নুরুল আমিন দুলাল প্রমুখ।

 

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন,অবরোধ করে যারা পাকিস্তানের দালাল তারা।বিএনপি জামাত ইসরায়েলী কায়দায় হাসপাতালে হামলা অগ্নিসংযোগ করেছে। বিএনপি জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। মানুষের  ক্ষতি করছে।বাংলার জনগণ অবৈধ অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। 

বিএনপি জামাতের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে।শেখ হাসিনার জনগণের সরকার তাকে বিতারিত করার জন্য বিএনপির জামাত উঠে পড়ে লেগেছে।