ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বিশ্বনাথে শিশু হত্যাকারি নাইম আটক

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ১০ অগাস্ট ২০২৪ ১০:৩০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের বিশ্বনাথে ঘুমের মধ্যে ডাকাডাকি করায় বিরক্ত হয়ে মুখে রড ঢুকিয়ে তামিম আহমদ নামে সাত বছরের এ শিশুকে হত্যা করে নেশাগ্রস্ত এক যুবক। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় সে। পরে শনিবার (১০ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা নেশাগ্রস্ত যুবককে আটক করে পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

 

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। খুন হওয়া তামিম কালীগঞ্জের আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

 

নেশাগ্রস্ত নাইম আহমদ (২২) নেত্রকোনার মদন উপজেলার বড়হাটি গ্রামের আব্দুস সত্তারের ছেলে।

 

অভিযুক্ত নাইম ও খুন হওয়া তামিমের পরিবার একই কলোনিতে বসবাস করতেন। শনিবার (১০ আগস্ট) ভোরে স্থানীয় বাসিন্দারা খুনি নাইমকে খুঁজে বের করে আটক করে। পরে সকাল ৮টায় তাকে নিয়ে পাশের পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

 

অভিযুক্ত নাইম জানায়, ড্যান্ডি সেবন করে সে বাসায় ঘুমাচ্ছিল। শিশু তামিম বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় সে কি করেছে আর বলতে পারেনি।

 

এদিকে পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মারা যাওয়া তামিমের লাশ ও খুনি নাইম কলোনির মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।