ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কুমিল্লায় কৃষক সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা

কাজী রাশেদ,চান্দিনা | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ১১:১৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনায় কৃষক সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবংবৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা

সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবংবৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করেছেন জাতীয়তাবাদী কৃষক দল চান্দিনা উপজেলা শাখা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে এ কৃষক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংযলাদেশ এর মহাসচিব ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।

এসময় তিনি বলেন, অধিকার আদায় করতে হলে আন্দোলন করতে হয়। গত ১৬/১৭ বছর অধিকার আদায়ের জন্য কোন আন্দোলন করা যায়নি। আজ ছাত্র-জনতার  আন্দোলনের মাধ্যমে ,বিএনপির ১৭ বছর আন্দোলনের মাধ্যমে আজ বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি। প্রধান অতিথি প্রকৌশলী কাজী সাখাওয়াত বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। আমরা ভোটের অধিকার ,গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত ছিলাম।এসময় তিনি কৃষকদের উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন , জাতীয়তাবাদী কৃষকদল কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়কমোঃ সফিকুল ইসলাম,জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা উপজেলার শাখার সাবেক সভাপতি মোঃ শরীফুজ্জামান শরীফ,জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা উপজেলার শাখার সাবেক সভাপতি মোঃ কাইয়ুম খান,জাতীয়তাবাদী ছাত্রদল চান্দিনা পৌর শাখার সাবেক সভাপতি মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।