ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১

বিয়ের জন্য কেমন পাত্র চান সেমন্তী সৌমি

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:২৪:০০ অপরাহ্ন | বিনোদন

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। মডেলিং দিয়ে শুরু হলেও নাটক, সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

তবে নিজের স্টাইলিশ লুকের জন্য বেশি আকর্ষণে থাকেন সেমন্তী সৌমী। একইসঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন সেমন্তী। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

এদিকে আসছে ভালোবাসার বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। এই মুহূর্তে চলছে ভ্যালেন্টাইন উইক, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে। সে প্রসঙ্গে সেমন্তী জানালেন, এ বিষয়ে নাকি কোনো ধারণাই নেই অভিনেত্রীর!

তবে জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে দাবি সেমন্তীর। বলেন, ‘জীবনে অনেক প্রেমের অফার পেয়েছি, এখনও পাই। প্রেমের অফার পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি।shemonti-2-20250211130921

এরপর আসে সেমন্তীর বিয়ে প্রসঙ্গ। চলতি বছরেই বিয়ে করবেন, সে আভাস দিয়েছিলেন বেশ আগেই। এবার জানালেন, ২৫ কিংবা ২৬ সালে ইচ্ছা আছে তার বিয়ে করার।

কেমন পাত্র চান- এমন প্রশ্নের জবাবে সৌমি বললেন, এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়।

বায়ান্ন/আরএস