ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বেসরকারীভাবে হজের খরচ ৫ লাখ ২৩ হাজার: হাব

এম এম লিংকন | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৭:১০:০০ অপরাহ্ন | জাতীয়

সামনের বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে একটি সাধারণ ও আরেকটি বিশেষ এই দুটি প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা। এরমধ্যে খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাধারণ হজ এজেন্সির মালিকদের ব্যানারে হাবের সাবেক নেতারা এ প্যাকেজ ঘোষণা করেন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর বাতিল হওয়া কমিটির সভাপতি ফারুক আহমেদ সরদার মূলত এ হজ প্যাকেজ ঘোষণা করেছে। 

গত ৩০ অক্টোবর সরকারি হজ প্যাকেজ ঘোষণার সময় ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছিলেন, বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। তবে সরকারি প্যাকেজে খাবার টাকা ৪০ হাজার টাকা ও কুরবানীর জন্য ৭৫০ সৌদি রিয়াল আলাদাভাবে নিতে বলা হয়েছে হাজিদের।

বায়ান্ন/এমএমএল/একে