ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পরিবার পেলো ঈদ সামগ্রী

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ ০৯:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
'ঈদ আনন্দ হউক সবার' এই লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা শ্রেণী-পেশার ৫০০ দু:স্থ পরিবারের মাঝে ছয় লক্ষ টাকার ঈদ সামগ্রী প্রদান করেছে মজিদ-নাহার ফাউণ্ডেশন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউণ্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 
 
 
মজিদ-নাহার ফাউণ্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সৈয়দ মিজানুর রেজা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।এসময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে। 
 
 
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সভাপতি রিয়াজউদ্দিন জামির সহযোগিতায় গড়ে উঠা এই সংগঠনটি ১১ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পাঁচ কেজি চাউল, দুই কেজি আটা, এক লিটার তেল, দুধ, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।