ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০১:০৫:০০ অপরাহ্ন | জাতীয়

আজ ১৭ নভেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইলের সন্তোষে নিজ গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ টাঙ্গাইলে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মজলুম জননেতার সংক্ষিপ্ত জীবনী

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। তার ডাকনাম ছিল চেগা মিয়া। তিনি ‘লাল মওলানা’ নামেও পরিচিত ছিলেন। কৈশোর থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং অধিকারবঞ্চিত মানুষের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন।

তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

মওলানা ভাসানীর জীবন ছিল সাদাসিধে। ক্ষমতার কাছে থাকলেও কখনও ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেননি। শোষণমুক্ত, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে রোববার সকাল সাড়ে ৭টায় ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ৮টায় মাজার প্রাঙ্গণে তবারক বিতরণ এবং বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।

 

বায়ান্ন/এএস