ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

চাকরি জাতীয় করণের একদফা দাবিতে চাঁদপুরে নকল নবীশের কর্ম বিরতি

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০৩:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

চাকরি জাতীয় করণের ১ দফা দাবিতে চাঁদপুরে কর্ম বিরতি পালন করছেন নকল নবিশ এসোসিয়েশন।

রোববার (১৭ নবেম্বর) সকালে চাঁদপুর সদর সাব রেজিস্ট্রী অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান খান, প্রচার সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক সালমা খানসহ নকল নবীস চাঁদপুর জেলা শাখার সকল সদস্যগণ। 

জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশেই আমরা নকল নবিসগন ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই আন্দোলনে চালিয়ে যাচ্ছি। তারই ধারাবিকতায় আমরা আজকে চাঁদপুরে সকল নকল নবীসগন একত্রিত হয়ে আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আন্দোলনে শরিক হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, সারাদেশের নকল নবীসরা একত্রিত হয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে ও এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা বর্তমান তত্ত্বাবধায় সরকার প্রধানের কাছে আমাদের চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। 

আনোয়ার হোসেন জানান, বৃটিশ আমল থেকেই ভূমি অফিসগুলোতে নকল নবীশরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারই আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন। কিন্তু কেউ আমাদের কথা রাখেননি। এমতাবস্থায় দেশজুড়ে কর্মরত সব নকল নবীশরা একত্রিত হয়ে এই দাবি আদায়ে রাজপথে নেমেছি। আমরা আর কোনো আশ্বাস চাই না। এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরব না। আমরা প্রায় ১ মাসের মতো প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশজুড়ে কলম বিরতি চালিয়ে আসছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

বায়ান্ন/প্রতিনিধি/একে