ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, আশার আলো মুশফিক-লিটনের ব্যাটে

ক্রীড়া প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১১:৪৬:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

চট্টগ্রাম ব্যুরো: টি-টোয়েন্টি'র ব্যর্থতা  ঘুচতে টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রত্যয় ব্যক্ত করা টিম টাইগার্স টেস্ট ম্যাচ খেলতে নামে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ রানে চার উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় মুশফিক ও লিটন দাস। মুশফিক ৫ ও লিটন ১১ রানে ব্যাট করছে।

দলীয় রান পঞ্চাশের কোঠায় না পৌঁছনোর আগেই প্রথম সারির চার ব্যাটরকে ফিরতে হয় প্যাভিলিয়নে।

পাকিস্থানী বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি, হাসান আলি, ফাহিম আশরাফ, সাজিদ খান একটি করে উইকেট লাভ করেন।