ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাতক্ষীরায় শিক্ষার্থীদের ভর্তি না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

লটারীতে টিকে থাকার পরও বয়সের অজুহাত দেখিয়ে সরকারি বালক ও বালিকা বিদ্যালয় ৭১ জন শিক্ষার্থীকে ভর্তি না নেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সাড় ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অভিভাবকদের পক্ষ বক্তব্য রাখেন, মোঃ শামিম কাদেরী, নাছির উদ্দীন, ফাতেমা খাতুন, মুনসুর রহমান, গাজী হাফিজসহ অন্যান্যরা। 

বক্তারা এসময় বলেন, সাতক্ষীরা সরকারী উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় লটারীতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার পরও ৭১ জন শিক্ষার্থীকে ভর্তি নেয়া হছে না। এদিকে লটারীতে জেতার পর যে সব স্কুলে আগে ওইসব শিক্ষার্থীরা লেখাপড়া করতো সেখান থেকে আমাদের ইতিমধ্য ছাড়পত্রও নেয়া হয়ে গেছে। ফলে ৭১ জন শিক্ষার্থীকে নিয়ে আমরা অভিভাবকরা চরম বিপাকে পড়েছি। তাদের ভবিষ্যত নিয়েও আমরা চরম উদ্বিগ। দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তারা মানববন্ধন থেকে জোর দাবি জানান। মানববন্ধন চলাকালীন পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা ফিরে যান। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ