ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

প্রতি শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০১:০৬:০০ অপরাহ্ন | জাতীয়

এখন থেকে গ্রাহকদের সেবার মান বাড়াতে প্রতি শনিবারেও   খোলা থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

 

বায়ান্ন/এসএ