ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সচিবালয়ে অগ্নিকাণ্ড কোন সাধারণ ঘটনা নয়: খেলাফত মজলিস

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:১৪:০০ অপরাহ্ন | রাজনীতি

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সচিবালয়ের মত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি কোন সাধারণ ঘটনা নয়। রাষ্ট্রীয় এমন স্পর্শকাতর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ফায়ার ব্রিগেডের সদস্যকে ট্রাক চাপায় হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।

অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে খেলাফত মজলিসের এই দুই নেতা বলেন, এতে সরকারি গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়। আমরা এই ঘটনার জন্য অবিলম্বে তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

বায়ান্ন/আরএইচ/পিএইচ