ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

মন্দিরে মন্দিরে জামায়াত নেতারা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ অগাস্ট ২০২৪ ০৫:৩১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

কারাগার থেকে মুক্তি পেয়েই সিলেটের জামায়াত নেতারা মাঠে নেমেছেন। হামলা, ভাঙচুর, লুটপাট বন্ধে কঠোর হুশিয়ারী দিচ্ছেন। নগরবাসীকে অভয় দিচ্ছেন। নগরীর সর্বত্র অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছেন। কেউ আক্রান্ত হলে তাৎক্ষণিক জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে। এই জন্যে দলীয় নেতাকর্মীদের মোবাইল ফোন নম্বর দেয়া হচ্ছে সাধারণ নাগরিকদের।

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাসাবাড়ি ও ধর্মীয় উপাশনালয়ে গিয়ে মত বিনিময় করছেন এবং অভয় দিচ্ছেন। ৭ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর দাড়িয়া পাড়া চষে বেড়িয়েছেন জামায়াত নেতারা। এই এলাকাটি হিন্দু ও মনিপুরি অধ্যুষিত এলাকা। এই এলাকার মন্দির ও আশ্রমে গিয়ে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত নেতারা। জামায়াত নেতারা জানিয়ে দিয়েছেন এদেশে কোনো সাম্প্রদায়িকতার  স্থান নেই। নেই কোনো সংখ্যালঘু। এই দেশের সবাই এক সূতোয় গাঁথা।

হামলা ও ভাঙচুর সম্পর্কে জামায়াত নেতারা বলেন, কোনো ধরণের দুর্বৃত্তপনা আশ্রয় দেয়া হবে না। যারাই হামলা, ভাঙচুরের চেষ্টা চালাবে, তাদেরকে প্রতিহত করা হবে। কেউ আক্রান্ত হলে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়। যোগাযোগের জন্যে মোবাইল ফোন নম্বর দেয়া হয়।

 
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর হাফিজ আবদুল হাই হারুন, সেক্রেটারি জেনারেল শাহজাহান আলী, জামায়াত নেতা জাহেদ আহমদ, রাজিক মিয়া প্রমুখ