ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে দুই পক্ষের সংঘর্ষের হয়েছে। এসময় বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট ঘটনা ঘটে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় , ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন বাচ্চু মোল্লা (৪০), সানু বেগম (৬০), মোহাম্মদ মোল্লা (৭০), রব মোল্লা (৭৫) ও আলী মোল্লা (৭০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ( ৬৫) ও রব মোল্লার (৭০) মধ্যে দীর্ঘদিনের যাবত বিরোধ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
তিনি আরও বলেন, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।