নীলফামারী ডিমলা-ডোমার সীমান্তে দিশা মণি ওরফে ভরসা মণি (২৫) নামের এক দুই সন্তানের জননীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ডিমলা-ডোমার বন বিভাগের বাগান (ফরেস্ট) থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত ভরসা মণি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে ও ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজ পাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন দিবাগত রাতে হঠাৎ বাবার বাড়ি থেকে ভরসা বেড় হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি।পরিবারের লোকেরা রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার কোনো সন্ধান পাননি। এলাকাসী ঘটনারদিন সকালে ডোমার-ডিমলার ওই বন বিভাগের বাগানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ডিমলা থানার পুলিশকে খবর দেন। পরে ডিমলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ডোমার থানার হওয়ায় সেই থানার পুলিশকে খবর দিলে সেখানকার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ডোমার থানায় নেন।
এ বিষয়ে ডিমলা থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, মরদেহটি ডোমার থানাধীন এলাকায় পাওয়ায় সেই থানার পুলিশ তা নিয়ে গেছে।