ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

মহাখালীতে খাজা টাওয়ারে আগুন, সাত জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৭:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ১৪ তলা ভবনের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ছাদ এবং বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মীরা।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছেন। ভবনের ছাদ ও বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায় তলাশি চালাচ্ছেন। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তিনি বলেন, ‘উদ্ধারকৃতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

তিনি জানান, ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পুলিশ এবং র‌্যাবের সদস্যরা দফায় দফায় উৎসুক জনতাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবারও  কাছাকাছি এসে দাঁড়ায়। এতে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগার পর থেকেই ঘটনাস্থলে নিরাপত্তার কাজে পুলিশ, র‌্যাব, আনসার এবং সেনাবাহিনী সদস্যরা কাজ করছেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পাযন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটা সাত মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ এলে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানায় ফায়ার সার্ভিস।